Header Ads

পৃথিবীর মতো ৭টি গ্রহের সন্ধান পেয়েছেন জ‌্যোতির্বিজ্ঞানীরা!

 আরো সাতটি গ্রহের সন্ধান পেয়েছেন।

জ‌্যোতির্বিজ্ঞানীরা সৌর জগতের নিকটবর্তী একটি নক্ষত্রকে ঘিরে ঘূর্ণায়মান পৃথিবীর মতো আরো সাতটি গ্রহের সন্ধান পেয়েছেন। বিজ্ঞানীদের নতুন এই আবিষ্কার গতকাল বুধবার জার্নাল ন‌্যাচারে প্রকাশিত হয়। পাশাপাশি ওয়াশিংটনে নাসার সদরদপ্তরে সংবাদ সম্মেলনেও এই ঘোষণা দেওয়া হয়।

জানা যায়, পৃথিবী থেকে ৪০ আলোকবর্ষ দূরের নক্ষত্রটিকে ঘিরে গ্রহগুলোর সন্ধানকে বিরল হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। কারণ হিসেবে বলা হচ্ছে, গ্রহগুলো পৃথিবীর আকৃতির এবং সেগুলোর পৃষ্ঠে পানি থাকতে পারে। এর আবহাওয়া হতে পারে প্রাণের জন‌্য উপযুক্ত।

গবেষণায় নেতৃত্ব দেওয়া বেলজিয়ামের লিজ বিশ্ববিদ‌্যালয়ের জ‌্যোতির্বিদ মাইকেল গালোন বলেন, 'এবারই প্রথমবারের মতো একই নক্ষত্র ঘিরে এ ধরণের এতগুলো গ্রহ পাওয়া গেছে। ' কেমব্রিজ বিশ্ববিদ‌্যালয়ের জ‌্যোতির্বিজ্ঞানী আমাউরি ট্রিউড বলেন, আমি মনে করি, আর কোথাও প্রাণের অস্তিত্ব আছে কি না, তা খুঁজে বের করার ক্ষেত্রে আমরা অত‌্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ এগিয়েছি। আমি মনে করি, এর আগে কখন আমাদের এমন কোনো গ্রহ আবিষ্কারের ছিল না, যেখানে প্রাণ আছে কি না তা খুঁজে দেখার মতো।
source:.bd-pratidin

No comments:

Powered by Blogger.