Header Ads

যে ফটোশ্যুট করে সমালোচিত রাশিয়ান মডেল (ভিডিও)


রাশিয়ার মডেল ভিক্টোরিয়া ওদিনস্তোভা। সম্প্রতি দুবাইয়ের বেশ উঁচু একটি ভবন থেকে ঝুলন্ত অবস্থায় ফটোশ্যুট করেন তিনি। একটু এদিক সেদিক হলেই মরতে হতো ভিক্টোরিয়াকে।    মৃত্যুঝুঁকি নিয়ে করা সেই ফটোশ্যুটের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করেছেন ভিক্টোরিয়া ওদিনস্তোভা। ২২ বছর বয়সী ওই মডেল সেখানে লিখেছেন, প্রতি বার ছবিটা দেখে আমার হাতের তালু ঘেমে যাচ্ছে।  ছবিগুলো দেখলে যে কারো হাত-পা ঠাণ্ডা হয়ে যেতে পারে। এমন ছবির জন্য ভিক্টোরিয়া পোজ দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় লাইকের আশায়।  আর এতেই অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। সেন্ট পিটার্সবার্গের মডেলকে উদ্দেশ্যে করে একজন লিখেছেন, এটা বোঝা যাচ্ছে ঈশ্বর আপনাকে শুধু রূপ দিয়েছেন, কিন্তু মগজে কিছুই দেননি।  ভিডিও:
source :24livenewspaper

No comments:

Powered by Blogger.